আমি যে সকল কারণে আল্লাহকে বিশ্বাস করি
আমি যে সকল কারণে আল্লাহকে বিশ্বাস করি : (There are more posts on Facebook: Philosophy, islam and science in Bangla) অনেক বিষয় আছে। সব তো এখন জানানো সম্ভব নয়। তবে কিছু বিষয় না হয় বলি : মানুষের ন্যায়নিষ্ঠতা subjective বা অনুভূতি নির্ভর। আল্লাহ তায়ালা space বানিয়েছেন, matter বানিয়েছেন, এনার্জি বানিয়েছেন। স্পেস আল্লাহ কীভাবে বানালেন তা আমরা কখনো জানতে পারবো না। এমন নয় যে ১০০ বছর পর বিজ্ঞান space কীভাবে বানানো হয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। ফলে বোঝা যায় যে আমাদের সীমাবদ্ধতা আছে; আমরা আল্লাহর ন্যায় নিষ্ঠতা বিবেচনা করার যোগ্য নই। > ভালো খারাপ আপেক্ষিক। > আল্লাহ এমনভাবে করেন যাতে করে অনেকে সন্দেহও করে আবার অনেকে বিশ্বাসও করে। > আল্লাহকে কিন্তু না দেখে বিশ্বাস করতে হয়। দেখে বিশ্বাস করার মূল্য নেই। ফেরেশতারা অদৃশ্য। আল্লাহ স্বপ্নে নানা কিছু দেখান... এগুলো অনেক গোপনীয়। আল্লাহ এমনভাবে করেন যাতে করে সব স্পষ্ট না হয়। > হয় আল্লাহকে কেউ বানায়নি, অথবা প্রকৃতিকে কেউ বানায়নি। শুরুতে কিছু একটা ছিলো যা বানানোর প্রয়োজন হয়নি। আমি প্রকৃতি ও আল্লাহর মাঝে আল্লাহকে কেউ বানায়নি এতে বিশ...