একজন অবাধ্য মানুষকে কীভাবে ইসলামে ফিরে আনা যায় :
একজন অবাধ্য মানুষকে কীভাবে ইসলামে ফিরে আনা যায় : ঈমান না থাকলে ও ঈমান থাকলে : ◼️ ঈমান না থাকলে : ১. আমার নিজের টাকা আমি দান করবো নাকি করবো না তা আমার নিজের বিষয়। ২. আমি কি বাবা-মা'কে বলেছিলাম আমাকে জন্ম দাও? তাহলে আমি কেন তাদের দায়িত্ব নেবো? ৩. ও ঝামেলায় পড়লে আমার কী। ওরটা ও বুঝুক। ৪. আমার যা মোন চায় তাই করবো। আপনার কী? > ঈমান না থাকলে মানুষ সাধারণত অনেক অসহনশীল হয়ে যায়। হারাম আনন্দের প্রতি আগ্রহ বাড়ে। অলসতাও বাড়ে (সাধারণত)। ◼️ ঈমান থাকলে : ১. আমি নিজে যেমন কষ্ট পাই ঠিক তেমনি গরিবরাও কষ্ট পায়। তাদেরকে দান করা উচিত। ২. বাবা-মা অনেক আশা নিয়ে আমাকে জন্ম দিয়েছেন তাই আমার তাদের দায়িত্ব নেয়া উচিত। ৩. অন্যদেরকে সাহায্য করো; আল্লাহ তোমাকে সাহায্য করবেন। অন্যদেরকে ক্ষমা করো; আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ৪. "আমার যা মোন চায় তাই করবো" এমনটা করা যাবে না। এতে অনেক ক্ষতি হবে। > ঈমান থাকলে মানুষ অনেক সহনশীল হয়। হারাম আনন্দ ত্যাগ করতে পারে। অনেক পরিশ্রমীও হতে পারে। [] সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন নোংরামি বেড়েই যাচ্ছে। মানুষ যখন পাপ করতে অভ্যস্ত হয়ে যায় তখন পাপ করাই সঠিক মনে হয়; তখন...