ইসলামে যেগুলো মুবাহ (ঐচ্ছিক) আর যেগুলো মুবাহ (ঐচ্ছিক) নয় :
ইসলামে যেগুলো মুবাহ (ঐচ্ছিক) আর যেগুলো মুবাহ (ঐচ্ছিক) নয় :
1. ইসলাম বিধর্মী কাউকে বিয়ে করা বাদে কে কাকে বিয়ে করবে না করবে তা মুবাহ বা ঐচ্ছিক; কাকে করবে না করবে সেটা একজনের নিজস্ব বিষয়।
কিন্তু,
2. ইসলামে নামাজ পড়া মুবাহ বা ঐচ্ছিক নয়। কেউ নামাজ পড়বে নাকি পড়বে না তা ঐচ্ছিক নয়, বরং ফরজ বা বাধ্যতামূলক।
3. ইসলামে খেলাধুলা করা অথবা না করা মুবাহ বা ঐচ্ছিক এবং কেউ কারো সাথে মিশবে নাকি না মিশবে সেটা মুবাহ বা ঐচ্ছিক।
> তুমি না করলে ভালো অন্যদের সমস্যা হবে এমনটা তোমার নিজস্ব বিষয় নয়।
কিন্তু,
4. ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মুবাহ নয় বা ঐচ্ছিক নয়। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিষেধ।
5. ইসলামে কে কোন ধরনের চাকরি করবে না করবে সেটা মুবাহ বা ঐচ্ছিক।
কিন্তু,
6. ইসলামে যাদের যাকাত দেয়ার সামর্থ্য আছে তাদের যাকাত দেয়া ফরজ বা বাধ্যতামূলক।
.
.
.
.
Comments
Post a Comment