General moral rules :
General moral rules :
1. কারো বাসায় গেলে খালি হাতে না যাওয়া। কিছু না কিছু নিয়ে যাওয়া।
2. কোনো বাসায় গেলে সে বাসায় কোনো ছোটো পিচ্ছি থাকলে তাকে কুলে নেয়া, আদর করা।
3. বাবা মা ভাই বোনদের খোঁজ খবর নেয়া। তাদেরকে তাদের কাজে সাহায্য করা।
4. কেউ বাসায় ঘুরতে এলে তার সাথে কথা বলা। অনেক সময় অন্যদেরকে দাওয়াত দেয়া।
5. কেউ যদি তোমাকে আঘাত দিয়ে কিছু বলে তাহলে রাগ করা সঠিক।
কিন্তু কেউ যদি তোমার ভালোর জন্য রাগ করে কিছু বলে তাহলে তুমি রাগ করবে না।
6. যারা তোমার ঘনিষ্ঠ ও ভালো তাদের সাথে কোনো কাজ করতে গেলে সবারটা চিন্তা করে কাজ করবে; সবার ভালোই বুঝার চেষ্টা করবে; কেবল নিজেরটা চিন্তা করে কাজ করবে না। কিন্তু যারা তোমার ঘনিষ্ঠ নয় ও খারাপ তাদের ক্ষেত্রে তুমি তোমার নিজেরটা চিন্তা করে কাজ করবে; এ ক্ষেত্রে সবার ভালোর কথা চিন্তা করে কাজ করতে গেলে তোমার ক্ষতি হতে পারে কেননা তারা খারাপ।
7. ইসলামিক জীবন আসলে কেমন? সারাদিন কি শুধু আল্লাহর ইবাদত ও ইসলাম নিয়ে গবেষণা করতে হবে? পরিবারের খোঁজ খবর নেবো না?
ইসলামিক জীবন কেমন হবে তা একজনের পরিবারের ওপরও নির্ভর করে। ধরুক কোনো এক পরিবারের বাবা মা চায় তার ছেলে বড়ো আলেম হোক, তাকে পারিবারিক কাজ কর্ম তেমন করতে হবে না, তাহলে সে পারিবারিক কাজ কর্ম তেমন না করলেও সমস্যা নেই। কিন্তু ধরুন কারো বাবা মা চায় তার সন্তান পারিবারিক কাজ কর্মও করুক তখন সে সন্তানের উচিত হবে না যে সে সারাদিন শুধু আল্লাহর ইবাদত করবে আর ইসলাম নিয়ে গবেষণা করবে। তার উচিত হবে ইসলামের ফরজ কাজ করা, পরিবারের জন্য করা এবং নিজের ভালো ক্যারিয়ারের জন্যও কাজ করা। কারো পরিবারের বাবা মা যদি নিজেই চায় তার সন্তান সারাদিন শুধু ক্যারিয়ারের জন্য পরিশ্রম করুক তাহলে ভিন্ন। কিন্তু এছাড়া একজন সন্তানের সারাদিন ক্যারিয়ার নিয়ে কাজ করা ঠিক হবে না। সুতরাং ইসলামিক জীবন অনুযায়ী সবাই বড়ো কিছু হতে পারবে না; যে যতোটা বড়ো কিছু হতে পারবে তাকে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
8. অন্য কারো বাসায় থাকলে সে বাসার মানুষদের সাথে অবশ্যই কথা বলতে হবে, বলতে ভালো লাগুক অথবা না লাগুক, তাদের সাথে মিশতে হবে। ঐ পরিবারের মানুষ তোমার থেকে কী আশা করে না করে সেটা বুঝতে হবে, তোমার নিজের থেকেই বুঝতে হবে।
9. কে হুজুর, কে শিক্ষক, কে এমপি এগুলো দেখে কখনো কাউকে বিবেচনা করবে না। সব সময় দেখবে সে মানুষ হিসেবে কেমন।
10. পছন্দ ও সম্মান পরস্পর বিরোধী। কারো থেকে পছন্দ প্রয়োজন আর কারো থেকে সম্মান প্রয়োজন।
.
.
.
.
Comments
Post a Comment