Posts

Showing posts from June, 2025

Video game খেলা কি হারাম?

Video game-কে আমি offline game-এর বিকল্প হিসেবে দেখি। এক সময় টেলিফোন ছিলো, এখন সাধারণত টেলিফোন তেমন ব্যবহৃত হয় না, টেলিফোনের পরিবর্তে এখন বর্তমানে সাধারণত smartphone ব্যবহৃত হয়। এখন আর আগের মতো ছোটোরা দৌড় খেলা, লুকোচুরি খেলা ইত্যাদি খেলে না, তারা বাসায় video games খেলে। তাই video game আমার কাছে হারাম মনে হয় নাহ, যদি না তাতে খারাপ কিছু থাকে। কেউ যদি আসক্ত হয় তাহলে তা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও হারাম। (আমি নিজেকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করছি না।)

আল্লাহ হয় কারো মোন পরীক্ষা করার জন্য অথবা কল্যাণের জন্য অথবা শাস্তি হিসেবে কষ্ট দেন। তিনি কারো ওপর অন্যায় করা হিসেবে তাকে কখনো কষ্ট দেন না।

আল্লাহ হয় কারো মোন পরীক্ষা করার জন্য অথবা কল্যাণের জন্য অথবা শাস্তি হিসেবে কষ্ট দেন। তিনি কারো ওপর অন্যায় করা হিসেবে তাকে কখনো কষ্ট দেন না।

কোনো জিনিসই সব সময় ভালো লাগে না

কোনো জিনিসই সব সময় ভালো লাগে না। — আহসানুল ইরফান কোনো জিনিসই সব সময় ভালো লাগে না। গ্রামের মানুষ শহরে ঘুরতে যায়, শহরের মানুষ গ্রামে। নতুনের প্রতি মানুষের এক অমোঘ টান। ভোরবেলার নিরবতায় মিষ্টি সুরের গান ভালো লাগে, সেই সময় ঝাঁকাঝাঁকি গান বেমানান। আবার আনন্দের মুহূর্তে চুপচাপ গান কেমন ফিকে লাগে, তখন দরকার জোরে তালে বাজা প্রাণখোলা সুর। কষ্টের সময় কষ্টের গান, সুখের সময় সুখের গানই ভালো লাগে। সুখও একরকম নয়— রোদেলা দুপুরের সুখ, পড়ন্ত বিকেলের সুখ, নির্জন রাতের সুখ— প্রত্যেকটার সুর আলাদা। সব গানে সবাইকে মানায় না, সব চরিত্রও নয়। ভালোবাসার গানও অনেক রকম— কোনোটা মিষ্টি, কোনোটা নিরব, কোনোটা কোমল। কিন্তু সবাইকে সবটা মানায় না। কোনো জিনিসই সব সময় ভালো লাগে না। অনেকে মনে করে, ঐ জিনিস ছাড়া সে হয়তো বাঁচতে পারবে না— কিন্তু আসলে সেটা এক ভুল বিশ্বাস, এইটাই সত্য।

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে? = না। এমন অনেক ব্যক্তি ছিলেন যারা নবি অথবা রসূল ছিলেন না কিন্তু তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটেছে।  [] সূরা আল-বাকারা (২:২৫৯) : তুমি কি তাকে দেখনি, যে এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিল, যা ছিলো ধ্বংসস্তূপে পরিণত? সে বলল, "আল্লাহ কীভাবে এ জনপদকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন?" তখন আল্লাহ তাকে মৃত করে দিলেন একশত বছরের জন্য, এরপর তাকে পুনর্জীবিত করে বললেন, "তুমি কতোকাল ছিলে?" সে বললো, "একদিন অথবা একদিনের কিছু অংশ।" আল্লাহ বললেন, "না, তুমি ছিলে একশত বছর। এখন তোমার খাদ্য ও পানীয়ের দিকে তাকাও—তা এতদিনেও পরিবর্তিত হয়নি। আর তোমার গাধার দিকেও তাকাও—এটা তো আমরা তোমার জন্য এক নিদর্শন বানিয়েছি। আর আমরা হাড়গুলোকে কীভাবে একত্র করি এবং পরে মাংস পরিয়ে দিই, তা দেখো।" যখন সব পরিষ্কার হয়ে গেলো, তখন সে বললো, "আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।" এ আয়াতে আল্লাহ তায়ালা একজন ব্যক্তির কথা বলছেন যাকে ১০০ বছরের জন্য মৃত রাখা হয়েছিলো এবং তারপর জীবন করা হয়েছিলো। [] আসহাবে কাহাফ (আরবি: أَصْحَابُ ٱلْكَهْفِ) অর্থ...