Video game খেলা কি হারাম?
Video game-কে আমি offline game-এর বিকল্প হিসেবে দেখি। এক সময় টেলিফোন ছিলো, এখন সাধারণত টেলিফোন তেমন ব্যবহৃত হয় না, টেলিফোনের পরিবর্তে এখন বর্তমানে সাধারণত smartphone ব্যবহৃত হয়। এখন আর আগের মতো ছোটোরা দৌড় খেলা, লুকোচুরি খেলা ইত্যাদি খেলে না, তারা বাসায় video games খেলে। তাই video game আমার কাছে হারাম মনে হয় নাহ, যদি না তাতে খারাপ কিছু থাকে। কেউ যদি আসক্ত হয় তাহলে তা অন্যান্য জিনিসের ক্ষেত্রেও হারাম।
(আমি নিজেকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করছি না।)
Comments
Post a Comment