কোনো জিনিসই সব সময় ভালো লাগে না

কোনো জিনিসই সব সময় ভালো লাগে না।

— আহসানুল ইরফান


কোনো জিনিসই সব সময় ভালো লাগে না।

গ্রামের মানুষ শহরে ঘুরতে যায়,

শহরের মানুষ গ্রামে।

নতুনের প্রতি মানুষের এক অমোঘ টান।


ভোরবেলার নিরবতায় মিষ্টি সুরের গান ভালো লাগে,

সেই সময় ঝাঁকাঝাঁকি গান বেমানান।

আবার আনন্দের মুহূর্তে চুপচাপ গান কেমন ফিকে লাগে,

তখন দরকার জোরে তালে বাজা প্রাণখোলা সুর।

কষ্টের সময় কষ্টের গান,

সুখের সময় সুখের গানই ভালো লাগে।


সুখও একরকম নয়—

রোদেলা দুপুরের সুখ,

পড়ন্ত বিকেলের সুখ,

নির্জন রাতের সুখ—

প্রত্যেকটার সুর আলাদা।


সব গানে সবাইকে মানায় না,

সব চরিত্রও নয়।

ভালোবাসার গানও অনেক রকম—

কোনোটা মিষ্টি, কোনোটা নিরব, কোনোটা কোমল।

কিন্তু সবাইকে সবটা মানায় না।


কোনো জিনিসই সব সময় ভালো লাগে না।

অনেকে মনে করে, ঐ জিনিস ছাড়া সে হয়তো বাঁচতে পারবে না—

কিন্তু আসলে সেটা এক ভুল বিশ্বাস,

এইটাই সত্য।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :