সময় হলো পরিবর্তন — আহসানুল ইরফান
What is time? — Ahsanul Irfan
= Time is change.
What is the difference between speed and chance?
= More speed is more change.
সময় হলো পরিবর্তন। স্মৃতি আছে তোমার মস্তিষ্কে, অতীত নেই, অতীত বর্তমানেই তোমার মস্তিষ্কে আছে। ভবিষ্যৎ নেই, আছে কল্পনা ও ধারণা তা তোমার মস্তিষ্কে বর্তমানেই আছে। ধরো, মহাবিশ্বে কোনো কিছুই নেই, শুধু space (ফাঁকা জায়গা) আর তুমি আছো, তুমি কোনো রকম নড়াচড়া করছো না, সামান্যও নয়, তাহলে কি সময় বলে কিছু থাকবে? আমরা কল্পনার ভেতরও হিসেব করতে পারি তাই বলে কি কল্পনা বাস্তব বাইরে আছে এভাবে? আমরা বাতাস experience করছি তাই বলে কি সময় আছে? আমি আমার হাত এক পাশ থেকে অন্য পাশে সরালাম, প্রথমে যেখানে আমার হাত ছিল ওটা কি এক মহাবিশ্ব যা অতীত আর হাত সরানোর পর হাত যেখানে গেল তা কি এক নতুন মহাবিশ্ব যা বর্তমান? আমরা কল্পনা করে করে বিবেচনা করি আর মস্তিষ্কে স্মৃতি আছে তাই বার বার তুমি ধরে নিচ্ছো সময় হয়তো আছে।
সময় মূলত যা :
ধরি কোনো জিনিস A থেকে B তে গেলো তাহলে তা এক পরিবর্তন। আমার মুখ যদি বৃদ্ধ হয়ে যায় আর শরীরের বাকি অংশগুলো যদি তরুণ থাকে তাহলে মুখ বৃদ্ধ হওয়া হলো নির্দিষ্ট পরিমাণ পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া৷ আমি যদি ঢাকা থেকে বগুড়ায় যায় তাহলে আমার শরীর এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে যা এক পরিবর্তন আর এটাকেই আমরা বলি সময়।
সবকিছু যদি থেমে যায় তাহলে সময় শূন্য আর ওসময় যদি আমি দৌড়োই তাহলে আমার পরিবর্তন হবে যা সময়।
অতীত বলে কিছু নেই। স্মৃতি আছে আর তা বর্তমানেই আছে।
একটি বস্তু যদি দ্রুত A-------B তে যায় আর অপর একটি বস্তু যদি ধীরে A-------B তে যায় তাহলে তাদের উভয়ের পরিবর্তন সমান। দ্রুত ও ধীর মূলত আমাদের চোখের সাপেক্ষে নির্ণয় করা হয়।
ধরি, একটি বল সৃষ্টি হয়ে দ্রুত A-------B তে গেলো আর তারপর একেবারে থেমে গেলো। বলটি যখন A তে ছিল ঠিক ওসময় আমাকে সৃষ্টি করা হলো আর আমি বলটিকে A থেকে B তে যেতে দেখলাম।
বলটির পরিবর্তন ধরি = 10. বলটি দ্রুত যাওয়ার ফলে আমি বলটি তেমন ভালোভাবে দেখতে পাইনি তাই বলটি B তে এসে থেমে যাওয়ার আগ পর্যন্ত আমার চোখর পরিবর্তন ধরি = 5
তাহলে বলটির পরিবর্তন = 10
আমার চোখের পরিবর্তন = 5
বলটি B তে এসে থেমে যাওয়ার পর আমি চারপাশে তাকালাম, চারপাশে তাকানোর ফলে আমার চোখের যে পরিবর্তন তা ধরি = 3
তাহলে আমার চোখের মোট পরিবর্তন = 5 + 3 = 8
আর বলটির মোট পরিবর্তন এখনো = 10
এরপর একটি কলম সৃষ্টি হয়ে A-------B তে আস্তে আস্তে গেলো আর তারপর একেবারে থেমে গেলো আর আমি তা দেখলাম।
কলমটির পরিবর্তন = 10
কলমটি যেহেতু আস্তে আস্তে গেছে তাই কলটি আমি ভালোভাবে দেখতে পেরেছি ফলে ধরি কলমটি A থেকে B তে আসার আগ পর্যন্ত কেবল তখন আমার চোখের পরিবর্তন = 7
তাহলে কলমটির পরিবর্তন = 10
কলমটি A থেকে B তে আসার আগ পর্যন্ত কেবল তখন আমার চোখের পরিবর্তন = 7
আর আমার চোখের মোট পরিবতন = 5 + 3 + 7 = 15
তাহলে A থেকে B পর্যন্ত বলটির পরিবর্তন ও কলমটির পরিবর্তন সমান যদিও বলটি দ্রুত গিয়েছিল আর কলমটি ধীরে গিয়েছিল। কিন্তু আমার চোখের পরিবর্তন বলটির ক্ষেত্রে এবং আমার চোখের পরিবর্তন কলমটির ক্ষেত্রে সমান নয়। দ্রুত ও ধীর মূলত আমাদের চোখের সাপেক্ষে নির্ণয় করা হয়, আর সময় হলো পরিবর্তন।
Comments
Post a Comment