একজন অমুসলিমকে ইসলামে আনতে যে কয়টি বিষয় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে :
একজন অমুসলিমকে ইসলামে আনতে যে কয়টি বিষয় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে :
1. আল্লাহর অস্তিত্ব দিয়ে আলোচনা।
2. অমুসলিমদের অনেকে মুহাম্মদ (স.)-কে খারাপ মানুষ মনে করে। তাই তাদেরকে মুহাম্মদ (স.)-এর জীবনি জানানো।
3. আল্লাহ এমনভাবে করেন যাতে করে অনেকে সন্দেহও করে, আবার অনেকে বিশ্বাসও করে; আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এ বিষয় জানানো।
4. আল্লাহর অবাধ্য হওয়া, বাবা-মা'র অবাধ্য হওয়া সঠিক নয়।
5. কষ্ট ও নানা বিভ্রান্তি থাকলেও ইসলাম পালন করা প্রয়োজনীয়।
6. ইসলামের নানা প্রশ্নের উত্তর।
Comments
Post a Comment