হারাম ও হালাল আনন্দ :

হারাম ও হালাল আনন্দ :

১. নোংরা অথবা শয়তানি অথবা পচা অথবা বিকৃত কাজ, কথা, ভঙ্গিমা, শব্দ, জিনিস নিয়ে মজা করা ❌

উদাহরণ: মদ, সিগারেট, নোংরা শব্দ...

২. হারাম কাজ নিয়ে মজা করা ❌

উদাহরণ: নাচ, বাদ্য, প্রেম...

(ছোটো মেয়ে গোল হয়ে ঘুরা, ছোটো মেয়ে এ দিক সেদিক হয়ে নড়াচড়া করা এমন নাচ ইসলামে হারাম নয়।)

৩. অন্যায় কাজ নিয়ে মজা করা ❌

উদাহরণ: খুন, চুরি, ডাকাতি...

৪. অনুচিত কাজ নিয়ে মজা করা ❌

উদাহরণ: দেখে লেখা, নকল করা, অপচয়...

৫. কষ্ট, কষ্টের বিষয়, কারো দুর্বলতা, ব্যর্থতা নিয়ে মজা করা,, অত্যাচার বা জ্বালাতন করে মজা করা ❌

উদাহরণ: কেউ মারা গেছে, কারো ক্ষতি হয়েছে, কেউ ব্যথা পেয়েছে...

৬. Cool, yo yo, damn, spiderman, batman, হেয়ালি-হেয়ালি ভাব... এগুলো করা ❌ (মজা করে টুক টাক করা যেতে পারে।)

৭. কালো শক্তি, জাদু ভঙ্গিমার কাজ করা। উদাহরণ: অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে তার ভেতর শুয়ে থাকা এমন ভঙ্গিমাতে যেনো সে কোনো কালো শক্তির অধিকারী, vampire সাজা... ❌ বিঃদ্রঃ ৭-এ "কাজ" লেখা হয়েছে, "দুষ্টুমি" নয়। কেউ "দুষ্টুমি" করে ভূত-পেত্নী সাজতে পারে।

৮. স্বেচ্ছায় অসংলগ্ন উদ্ভট ও আজব কাজ করা বা পাগলামি উদাহরণ: স্বেচ্ছায় "হঠাৎ" এ দিক সেদিক হাত পা নড়ানো, স্বেচ্ছায় "হঠাৎ" মানুষের ভেতর লাফ দেয়া এ ধরনের উদ্ভট ও আজব কাজ বা পাগলামি। ❌

৯. উদ্ভট ও আজব ভঙ্গিতে মজা করা । উদাহরণ: উদ্ভট ও আজব ভঙ্গিতে হাত পা নড়িয়ে মজা করা, উদ্ভট ও আজব ভঙ্গিতে শব্দ করে মজা করা... ❌

(ছোটো ছেলে মেয়ে কম বেশি এদিন সেদিক হয়ে লাফালাফি করা ঠিক আছে (পরিবেশ ভেদে))

(বড়ো কেউ "একটু" এদিন সেদিক হয়ে মজা করাও ঠিক আছে (পরিবেশ ভেদে।))

১০. ভাব নেয়া ❌ (ভাব নেয়া আসলে এক ধরনের অহংকার করা।) (মজা করে একটু করলে ঠিক আছে।) 

১১. অতিরিক্ত বাচ্চামি করা, পাগলামি করা... ❌। (টুকটাক করা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত নয়।) [] বেশি ও অতিরিক্ত দুটা ভিন্ন। [] যে কোনো কিছুর অতিরিক্ততা সমস্যাজনক।

১২. ঢং করা (পরিবেশ ভেদে।) ✔️

১৩. দুষ্টুমি করা ও বেমানান কিছু নিয়ে মজা করা। ✔️ [মানুষ (কার সাথে) ও পরিবেশ ভেদে।] উদাহরণ: কেউ একটু পড়ে গেছে এ নিয়ে তার সাথে টুকটাক দুষ্টুমি করা, কেউ মোটা এ নিয়ে তার সাথে টুকটাক মজা করা (নিন্দা নয়, কেবল মজা কোরে আর কেউ এতে কষ্ট পাচ্ছে না), কেউ চিকন এ নিয়ে তার সাথে টুকটাক মজা করা (নিন্দা নয়, কেবল মজা কোরে এবং কেউ এতে কষ্ট পাচ্ছে না), কেউ বেশিই লম্বা কাপড় পরে আছে এ নিয়ে টুকটাক দুষ্টুমি করা (দুষ্টমির ফলে কেউ কষ্ট পাচ্ছে না), কেউ হাস্যকর ভঙ্গিতে কথা বলছে আর এ নিয়ে তার সাথে টুকটাক মজা করা (নিন্দা নয়, কেবল মজা কোরে এবং কেউ এতে কষ্ট পাচ্ছে না), কেউ গাটুম গুটুম করে লাফাচ্ছে এ নিয়ে টুকটাক মজা অথবা দুষ্টুমি করা, "আরে মামা", "আরে দোস্তো" এগুলো বলে মজা করা... [এ সব মানুষ (কার সাথে) ও পরিবেশ ভেদে।]

[] ভালো জিনিস নিয়ে মজা করা যায় না। মজা সেগুলো নিয়েই করা যায় যেগুলো একটু নিম্নধর্মি। যেমন: কেউ পড়ে গেছে, কেউ বেশিই মোটা... কিন্তু মজা করার সময় টুকটাক মজা করা ঠিক আছে (পরিবেশ ও মানুষ ভেদে), অতিরিক্ত মজা করা ঠিক নয়। আবার, সব সময় মজা হাসি ঠাট্টা করে বেরানো ঠিক নয়। সব সময় মজা হাসি ঠাট্টা করে বেরানো একজন মুমিনের আচরণ হতে পারে না। আবার, যে মজা করার দ্বারা অপরজন কষ্ট পায় সে মজা করা ঠিক নয়। যদি অপরজন কষ্ট না পেয়ে সেও একটু হাসে তাহলে ঠিক আছে।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :