কারো নাম ও চেহারা নিয়ে ব্যঙ্গ করা কি সঠিক?

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হোক। কিন্তু তাদের পতাকাকে অবমাননা করবেন না। আপনি নরেন্দ্র মদীর বিরুদ্ধে কথা বললে বলতে পারেন, কিন্তু সে চা ওয়ালা ছিলো নাকি বিস্কিট ওয়ালা ছিলো সেটা ভিন্ন।

ভারতের মানুষদের ক্ষেত্রেও ঠিক একই কথা বলতে চাই। আপনি যদি চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থক হয়ে থাকেন যৌক্তিক কোনো সঠিক কারণে তাহলে আপনি তাকে সমর্থন করে অনেককিছু বলতেই পারেন; কিন্তু বাংলাদেশের পতাকা অবমাননা করবেন না, কারণ বাংলাদেশের পতাকা অবমাননা করাটা বাংলাদেশের সকল মানুষকে আঘাত দেয়ার মতো; বাংলাদেশের সবাই তো আর খারাপ নয়, আবার ভারতেরও সকল মানুষ তো খারাপ নয়।

[] কারো চেহারা কেমন না কেমন এটা নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। কিন্তু কোনো অন্যায়কারীর চেহারার ছবিকে যদি অত্যাচারীর মতো, অথবা ডাইনির মতো রূপ দেয়া হয় তাহলে তা করা বেঠিক হবে না। তবে সাধারণতভাবে সে দেখতে কেমন না কেমন তা নিয়ে ব্যঙ্গ করা উচিত হবে না।

[] কোনো অত্যাচারীর আসল নান কেমন না কেমন সেটা নিয়ে ব্যঙ্গ করা ঠিক হবে না। কিন্তু কোনো অত্যাচারীকে "খুনি", "ডাইনি", "নর পিশাচ" এগুলো বলা যেতে পারে।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :