কোন মজা করা উচিত আর কোন মজা করা উচিত নয়।

>> মজা আসলে সেগুলো নিয়েই করা যায় যা কোনো না কোনো দিক থেকে নিম্ন ধর্মী। যেমন: কেউ মোটা, কেউ ফেল করেছে...। ভালো জিনিস নিয়ে আসলে মজা করা যায় না। তবে সবকিছু নিয়ে মজা করা যাবে না এবং পরিস্থিতি বুঝেও অনেক সময় মজা করা যাবে না।

[] ধরুন আমি কাউকে নিয়ে মজা করলাম, যাকে নিয়ে মজা করলাম সেও হাসলো। তাহলে এমন মজা করা ঠিক আছে।

[] কিন্তু ধরুন আমি কাউকে নিয়ে এমন মজা করলাম যার ফলে যাকে নিয়ে মজা করলাম সে কষ্ট পেলো। তাহলে এমন মজা করা যাবে না।

(|) যাকে নিয়ে মজা করা হচ্ছে তার মোন খারাপ না করে বোঝা উচিত এটা কেবল মজা, এতে মোন খারাপ করার কিছু নেই। অর্থাৎ তার মেনে নেয়া উচিত। ❌ না, মেনে নেয়ার কথা বললে ধর্ম নিয়ে মজা করার বিষয়ও মেনে নেয়া যেতে পারে, মেনে নেয়ার কথা বললে কেউ এক্সিডেন্ট করেছে এটা নিয়ে মজা করাও মেনে নেয়া যেতে পারে... টুক টাক মজা করা ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় অপরজন কষ্ট পাচ্ছে তখন মজা করা থামানো উচিত, আর টুকটাক মজা করলে অপরজনেরও বুঝা উচিত যে তারা মজা করে বলছে; ছিরিয়াছলি বলছে না।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :