আমার কথা বলার ক্ষমতাও আল্লাহ সৃষ্টি, আমার চিন্তা করার যে ক্ষমতা সেটাও আল্লাহর সৃষ্টি...
আমার কথা বলার ক্ষমতাও আল্লাহ সৃষ্টি, আমার চিন্তা করার যে ক্ষমতা সেটাও আল্লাহর সৃষ্টি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও আল্লাহর সৃষ্টি, আমার আত্মা বা রুহও আল্লাহর সৃষ্টি। আমার সবকিছুর মালিক আল্লাহ তায়ালা।
কিন্তু আমি যদি একজন দাস ক্রয় করি তাহলে তার সবকিছু কিন্তু আমার নয়, আমি কিন্তু সে দাসের আত্মা বা রুহ সৃষ্টি করিনি, আমি কিন্তু সে দাসের কথা বলার ক্ষমতা সৃষ্টি করিনি, আমি কিন্তু সে দাসের শরীর সৃষ্টি করিনি, ফলে আমি তাকে কষ্ট দেয়ার অধিকার রাখি না।
Comments
Post a Comment