হিন্দুরা যেমন জানে না তাদের ঈশ্বর কেন মানুষকে অনেক নির্মম কষ্ট দেন। ঠিক তেমনি আমরাও জানি না যে কেন আল্লাহ...
হিন্দুরা যেমন জানে না তাদের ঈশ্বর কেন মানুষকে অনেক নির্মম কষ্ট দেন। ঠিক তেমনি আমরাও জানি না যে কেন আল্লাহ মানুষকে নির্মম কষ্ট দেন রহমানুর রাহিম হওয়া সত্ত্বেও। আল্লাহর দোষ ধরতে এলে অন্য ধর্মের দেবতা ও ঈশ্বরেরও ভুল ধরার আছে। তারা না জানা সত্ত্বেও যদি তাদের ধর্ম পালন করতে পারে, তাহলে আমরা কেন আমাদের ধর্ম পালন করতে পারবো না।
নাস্তিকদের সাথে কথা বলতে গেলে, সৃষ্টিকর্তা আছেন এমন হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যেমন জানি না space (স্থান) কীভাবে সৃষ্টি হলো এতে বোঝা যায় আমাদের বুঝার সীমাবদ্ধতা আছে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে আমরা আল্লাহর ন্যায়নিষ্ঠতা বোঝার যোগ্য নই, সীমাবদ্ধতা থাকার ফলে।
Comments
Post a Comment