তকদির বা ভাগ্য
তকদির বা ভাগ্য :
[] আমি চাই বলে আমার চাওয়া অনুযায়ী আল্লাহ তকদির লিখেছেন এমন নয়।
[] কিন্তু আমার চাওয়া অনুযায়ী যা সাধারণভাবে ঘটবে তা আল্লাহ জানেন। যা ঘটবে তা আল্লাহ জানেন বলে আল্লাহ তকদিরে লিখে রেখেছেন যে এমন ঘটবে।
উদাহরণ :
> আমি চাই বলে আল্লাহ সূর্য পূর্বদিক থেকে উদিত করেন। ❌ (আল্লাহ তার নিজ ইচ্ছেতেই সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন। ✔️)
> আমি চাই আগামীকাল আমি ফুটবল খেলবো। আর আগামীকাল আমি ফুটবল খেললাম। আমি চেয়েছিলাম বলে আল্লাহ ঘটিয়ে দিলেন এমন নয়। কিন্তু আল্লাহ জানতেন যে এমন ঘটবে তাই আল্লাহ তকদিরে লিখে রেখেছেন যে এমন ঘটবে।
[]> কিন্তু কিছু কাজ আল্লাহ আমাদের ইচ্ছে অনুযায়ীও করেন। যেমন: আমি আল্লাহর কাছে চাইলাম একটি নতুন গাড়ি কিনবো। আমি চাই বলে আল্লাহ আমাকে নতুন গাড়ি কেনার সামর্থ্য দিলেন (আমি আল্লাহর কাছে চেয়েছি বলে আল্লাহ আমাকে দান করলেন)।
[]> আবার কিছু কাজ আল্লাহ তার নিজ ইচ্ছেতেও করেন। যেমন: আল্লাহ চান আমি বাংলাদেশে জন্ম নিই। এ কারণে আমি বাংলাদেশে জন্ম নিয়েছি।
Comments
Post a Comment