মসজিদ বেশি জাকজমক করা নিষেধ।

মসজিদ বেশি জাকজমক করা নিষেধ :

[] "আমি আদেশপ্রাপ্ত হয়েছি যে, মসজিদগুলো সরল ও সাধারণ রাখবে।"
(আবু দাউদ, হাদিস: ৪৪৮)

[] ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"এক সময় আসবে, যখন মানুষ মসজিদগুলোকে সুসজ্জিত করবে, কিন্তু সেখানে নামাজ আদায়কারীর সংখ্যা খুব কম হবে।" 
(সুনান ইবন মাজাহ, হাদিস: ৭৩৯, সহিহ আলবানী)

[] "কিয়ামতের নিকটবর্তী সময়ে মসজিদগুলো অত্যন্ত শোভিত করা হবে, কিন্তু সেখানে কেউ নামাজ পড়বে না।" 
(মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ৩৫৫৮৫)

[] "কিয়ামতের আগে মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু তা ইবাদতের জন্য নয়।" 
(ইবনু মাজাহ, হাদিস: ৭৩৮)

[] আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"কিয়ামত আসবে না, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব করতে শুরু করে।" 
(সুনান ইবন মাজাহ, হাদিস: ৭৩৮, সহিহ আলবানী)

[] রাসুলুল্লাহ (সা.) মসজিদকে অতিরিক্ত শোভিত করা পছন্দ করতেন না এবং মসজিদকে সাধারণ রাখার নির্দেশ দিয়েছেন।
(আবু দাউদ, হাদিস: ৪৪৮)।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :