অপচয় ও অপচয় নয় :

অপচয় ও অপচয় নয় :

A: সাধারণ কাজ।
B: খারাপ কাজ।

C: Nearly important. 
D: Worldly important. 

[1] ধরুন আমার প্রচুর টাকা আর আমার এক মেয়ে আমাকে বললো আমি আমার পুতুলকে কিছু খাবার দিতে চাই। সে কিছু ভাত পুতুলকে দিলো। যেহেতু আমার প্রচুর টাকা তাই একটুখানি পুতুলকে দেয়া যেতেই পারে এটা অপচয় নয়। ----------(A)

[2] ধরুন আমার প্রচুর টাকা আর আমার এক মেয়ে খাবার নিয়ে ছিটাছিটি করলো। আমার প্রচুর টাকা থাকলেও খাবার একটুখানি ছিটাছিটি করা অপচয়।----------(B)

[3] ধরুন আমার প্রচুর টাকা। আমার পাশের বাড়ির একজনের চিকিৎসার জন্য ১লাখ টাকা প্রয়োজন। আমি তাকে টাকা না দিয়ে বাইরের এক জায়গায় ১লাখ টাকা খরচ করে ঘুরতে গেলাম।------(B) + (C)

[4] ধরুন আমার প্রচুর টাকা। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চিকিৎসার জন্য ১লাখ টাকা প্রয়োজন, এখন তাই বলে কি আমি ১লাখ টাকা দিয়ে বাইরে ঘুরতে যাবো না? এ ক্ষেত্রে আমার পাশের বাড়ির কাউ অসুস্থ নয় কিন্তু পৃথিবীতে এমন নানা মানুষ আছে যাদের ১ লাখ টাকা প্রয়োজন। এ ক্ষেত্রে ১ লাখ টাকা খরচ করে ঘুরতে যাওয়া----------------------------(A) + (D)

[] https://youtu.be/nO_XddIorVk?si=V4LwRBuM3gh0BcEi

> কোনো ব্যক্তি যদি কোটি টাকার মালিক হয় আর ২০ হাজার টাকার ঘড়ি ব্যবহার করে তাহলে তা বাড়াবাড়ি অথবা অপচয় নয়। কিন্তু যদি একটি ঘড়ি থাকা সত্ত্বেও আরেকটি কিনে আগেরটি কাউকে না দিয়ে ফেলে রাখে তাহলে তা অপচয়। ইসলামে ধনীদের জাকাত দেয়ার কতো বলা হয়েছে কিন্তু দামি জিনিস ব্যবহার করতে নিষেধ করা হয়নি। তবে দামি জিনিস নিয়ে অহংকার করা নিষেধ।

[] জাবির ইবন আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) বলেছেন, "একটি বিছানা নিজস্ব ব্যবহারের জন্য, একটি তার স্ত্রীর জন্য, একটি অতিথির জন্য এবং চতুর্থটি শয়তানের জন্য (কারণ চতুর্থটি হলো বাড়াবাড়ি যা অপচয়)।
— (সহিহ মুসলিম, হাদিস নম্বর: ২০৮৪)

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :