হালাল কোনো টিভি সো দেখা অথবা হালাল কোনো ভিডিও গেম খেলা সময়ের অপচয় নয়; বরং বিনোদন।
হালাল কোনো টিভি সো দেখা অথবা হালাল কোনো ভিডিও গেম খেলা সময়ের অপচয় নয়; বরং বিনোদন। এগুলো সময়ের অপচয় তখনই হবে যখন আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে কিন্তু আপনি সে গুরুত্বপূর্ণ কাজ না করে হালাল টিভি সো দেখছেন অথবা গেম খেলছেন।
ধরুন, কোনো এক ব্যক্তি তার জিনিসগুলো বেশিই গুছগাছ করে রাখতে পছন্দ করেন। তিনি যদি নামাজ কালাম বাদ দিয়ে তার জিনিস বেশিই গুছগাছ করে রাখেন তাহলে তার কাজটা অনর্থক কাজ। কিন্তু যদি তিনি নামাজ কালাম ঠিক রেখে তার পাশাপাশি তার জিনিস বেশিই গুছগাছ করে রাখেন তাহলে তা অনর্থক কাজ নয়, এটা তখন তার ব্যক্তিগত বিষয়। তবে বেশিই গুছগাছ করে না রাখাই উত্তম তবে এটা পাপ নয়।
Comments
Post a Comment