পৃথিবীতে বিভিন্ন রঙ আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সুখ আছে, কষ্ট আছে, বিভিন্ন ধর্ম আছে...
A: পৃথিবীতে বিভিন্ন রঙ আছে, রাত আছে, দিন আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, সুখ আছে, কষ্ট আছে, বিভিন্ন ধর্ম আছে। এসবকিছুই প্রয়োজন। যেকোনো একটি ধর্ম সঠিক হতে পারে না।
B: ভুল ধর্মও প্রয়োজন, সঠিক ধর্মও প্রয়োজন। জান্নাতও প্রয়োজন, অনেক মানুষের জন্য জাহান্নামও প্রয়োজন। হ্যাঁ, ভুল ধর্মগুলোও প্রয়োজন কিন্তু সেগুলো ভুল করার জন্য, আর সঠিক ধর্ম প্রয়োজন সঠিক কাজ করতে। খারাপ মানুষ প্রয়োজন, তবে তারা পরে শাস্তি পাবে, ভালো মানুষও প্রয়োজন তারা পরে জান্নাতে থাকবে।
A: যদি ভুল ধর্মও প্রয়োজন হয়, তাহলে তা পালন করার দ্বারা মানুষ জাহান্নামে কেন যাবে?
B: ধরো, তুমি জিহান নামে একজনকে খুন করলে, জিহান তার জীবনে যতো পাপ করেছে সেই সকল পাপের ভার তখন তোমার ওপর আসলো। পরকালে জিহান বললো, "আমি খুন হয়েছিলাম বলে জান্নাতে যেতে পারবো", তখন কি তুমি বলবে, "আমি খুন করেছিলাম বলেই সে জান্নাতে যেতে পারছে তাহলে আমাকেও জান্নাত দেয়া হোক"? তুমি তাকে জান্নাতে প্রবেশ করানোর উদ্দেশ্যে খুন করোনি, তুমি তাকে খুন করেছিলে তার ওপর অন্যায় করতে।
(ইসলাম অনুযায়ী কাউকে হত্যা করলে, যাকে হত্যা করা হবে তার "সব" পাপ যে হত্যাকারী বহন করবে এমন নয়, এটা কেবল উদাহরণ হিসেবে বলা হয়েছে।)
A: তাহলে, আমি যদি কাউকে জান্নাতে প্রবেশ করানোর উদ্দেশ্যে তাকে খুন করি, আমরা উভয়ই কি জান্নাতে যাবো?
B: না, এখানে তুমি চালাকি করে জান্নাতে যাওয়ার চেষ্টা করছো, আল্লাহ তোমাকে বরং শাস্তি দেবেন।
_____________________________________________________
যারা সব ধর্মকেই সমানভাবে সঠিক মনে করে, তারা নৈতিক দিক থেকে দুর্বল হয়ে ভোগবাদিতার দিকে ঝুঁকে পড়ে। অপরদিকে, একজন ইসলাম অনুশীলনকারী সাধারণত আত্মসংযমী হয়।
_____________________________________________________
[] পৃথিবীতে অনেক ধর্ম আছে তাই আমরা আসলে বুঝতে পারবো না কোনটি সঠিক। ❌
[] পৃথিবীতে অনেক ধর্ম আছে তাই আমরা "সম্পূর্ণভাবে" কোনো ধর্মের সঠিকতা বুঝতে পারবো না, কিন্তু সম্পূর্ণভাবে না বুঝলেও অনেকটা বুঝতে পারবো। ✔️
Comments
Post a Comment