কোনো ইসলামিক বক্তব্যের শুরুতে ও শেষে সাধারণত যেগুলো বলা হয়।
⚫ কোনো ইসলামিক বক্তব্যের শুরুতে ও শেষে সাধারণত যেগুলো বলা হয়:
__________________________________________________
◾শুরুতে সাধারণত যেগুলো বলা হয়:
ٱلْـحَمْدُ لِلَّهِ، وَٱلصَّلَاةُ وَٱلسَّلَامُ عَلَىٰ رَسُولِ ٱللَّهِ، وَعَلَىٰ آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ، أَمَّا بَعْدُ-
উচ্চারণ: আল-হামদু লিল্লাহ, ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসূলিল্লাহ, ওয়া আলা আ-লিহি ওয়া সাহাবিহি আজমাঈন, আম্মা বাদ।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসূলের ওপর, তাঁর পরিবারবর্গ এবং সমস্ত সাহাবিদের ওপর।
এরপর সাধারণত বলা হয়,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ-
উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহীম।
অর্থ: আমি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
__________________________________________________
এছাড়া শুরুতে বলা যেতে পারে,
اَلْـحَمْدُ لِلّٰهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا-
উচ্চারণ: আল-হামদু লিল্লাহ, নাহমাদুহূ, ওয়া নাস্তাঈনুহূ, ওয়া নাস্তাগফিরুহূ, ওয়া না'উযু বিল্লা-হি মিন শুরূরি আনফুসিনা, ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই সাহায্য চাই, তাঁরই কাছে ক্ষমা চাই। আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে আমাদের অন্তরের মন্দতা ও আমাদের কুকর্মের খারাপ পরিণতি থেকে।
অথবা,
إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا-
উচ্চারণ: ইন্নাল-হামদা লিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, ওয়া নাস্তাগফিরুহু, ওয়া না'উযু বিল্লাহি মিন শুরূরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা।
অর্থ: নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য চাই, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের আত্মার মন্দতা ও আমাদের কর্মের অসৎ পরিণাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
(এখানে শুধু পার্থক্য হলো শুরুতে "নিশ্চয়" আছে।)
এরপর সাধারণত বলা হয়,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ-
উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহীম।
অর্থ: আমি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
__________________________________________________
এছাড়া শুরুতে বলা যেতে পারে,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ-
উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহীম।
অর্থ: আমি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
এরপর,
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي
উচ্চারণ: রাব্বিশরাহ্ লি ছাদরি, ওয়াইয়াসসির্ লি আমরি, ওাহলুল 'উকদাতাম মিল লিসানি, ইয়াফকাহু কাওলি।
অর্থ: হে আমার প্রতিপালক! আমার বক্ষকে প্রশস্ত করে দাও,
আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে।
__________________________________________________
__________________________________________________
এছাড়াও শুরুতে সংক্ষেপে বলা যেতে পারে,
اَلْـحَمْدُ لِلّٰهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللّٰهِ-
উচ্চারণ: আল-হামদু লিল্লাহ, ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু 'আলা রাসূলিল্লাহ।
অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং দরুদ ও সালাম তাঁর রাসূলের ওপর।
এরপর,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ-
উচ্চারণ: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহীম।
অর্থ: আমি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
__________________________________________________
__________________________________________________
__________________________________________________
◼ কোনো ইসলামিক বক্তব্যের শেষে সাধারণত যেগুলো বলা হয়:
وَآخِرُ دَعْوَانَا أَنِ الْـحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ-
উচ্চারণ: ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
অর্থ: আমাদের শেষ কথা হলো, সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি সকল জগতের প্রতিপালক।
__________________________________________________
অথবা, শেষে বলা যেতে পারে,
ٱلْـحَـمْـدُ لِلَّـهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ-
উচ্চারণ: আল-হামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি সৃষ্টিজগতের প্রতিপালক।
এরপর,
جَزَاكَ ٱللّٰه-
উচ্চারণ: জাযাকাল্লাহ।
অর্থ: আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
__________________________________________________
অথবা, শেষে বলা যেতে পারে,
وَصَلَّى اللَّهُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ-
উচ্চারণ: ওয়া সাল্লাল্লাহু 'আলা নবিয়্যিনাআ মুহাম্মাদ, ওয়া ',আলা আলিহি ওয়া সাহ্বিহি আজ্মাঈন।
অর্থ: আর আল্লাহ আমাদের নবি মুহাম্মদের ওপর শান্তি বর্ষণ করুন, এবং তাঁর পরিবার ও সাহাবাদের ওপরও।
এরপর,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ-
উচ্চারণ: আস্সালামু আলাইকম্ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অর্থ: আপনার (বা তোমাদের) ওপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
__________________________________________________
অথবা, শেষে সংক্ষেপে শুধু বলা যেতে পারে,
جَزَاكَ ٱللّٰه-
উচ্চারণ: জাযাকাল্লাহ।
অর্থ: আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
Comments
Post a Comment