যদি একেবারেই না থাকতাম তাহলে কি তা উত্তম?

Would it have been better never to have existed?   — আহসানুল ইরফান 


[] যারা পাপ কাজ করছে তারা এখন আনন্দ পাচ্ছে, কিন্তু পরকালে কষ্ট পাবে, আর যারা পৃথিবীতে পাপ কাজ থেকে বিরত থাকার দ্বারা কষ্ট গ্রহণ করছে তারা পরকালে সুখে পাবে।


[] কম্পিউটার আবিষ্কার না করলে নানা সমস্যা হতো, আবার আবিষ্কার করার ফলে অন্য নানা সমস্যা হচ্ছে।


[] কোনো ছোটো বাচ্চা মারা গেলে সে জান্নাতে যাবে, কিন্তু সে জান্নাতের উচু স্থান অর্জন করবে না, কিন্তু যারা পৃথিবীতে অনেক পাপ কাজ থেকে বিরত থাকার দ্বারা কষ্ট গ্রহণ করেছে তারা জান্নাতের উচু স্থান অর্জন করবে।


[] ছোটোবেলায় মারা গেলে বড়োবেলার সুখ পাওয়া যাবে না, কিন্তু জাহান্নামে যেতে হবে না, কিন্তু বড়ো বেলায় মারা গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে তবে জান্নাতের উচু স্থান অর্জন করার সম্ভাবনাও আছে। 


[] আমি কোনো মশাকে মারলে মশার কষ্ট, তবে আমার জন্য ভালো। আর মশা আমাকে কামড় দিলে, মশার জন্য ভালো, তবে আমার জন্য কষ্ট।


সূরা আন-নিসা (৪:৪০):


 إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۖ

"নিশ্চয়ই আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করেন না।"


<?> Would it have been better never to have existed? (যদি একেবারেই না থাকতাম তাহলে কি তা উত্তম?) 


= ভালো, মন্দ তখনই বিবেচনা করা হচ্ছে যখন তুমি আছো।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :