ভালো থাকার উপায়:
ভালো থাকার উপায়:
১. জীবনে যতো কষ্টই আসুক, তা গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে। ভয় করা যাবে না। কে কী বলল, তাতে বেশি গুরুত্ব দেয়া যাবে না। চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আর আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।
"যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট।"
(সুরা তালাক, ৬৫:৩)
২. আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে:
"নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়।"
(সুরা রা'দ, ১৩:২৮)
৩. অতিরিক্ত সুখ খোঁজা যাবে না। অতিরিক্ত সুখ খুঁজলে— এটা আর ভালো লাগে না, সেটা আর ভালো লাগে না। পরিশ্রমের ভেতর থাকতে হবে, আর অবসর সময়ে একটু আনন্দ করা প্রয়োজন।
৪. মধ্যমপন্থার জীবনযাপন করতে হবে। অতিরিক্ত হেলাফেলা করা ঠিক নয়, আবার কোনো কিছু অতিরিক্ত সিরিয়াসলি নেয়াও ঠিক নয়— এ দুটির মাঝামাঝি একটি ভারসাম্যপূর্ণ পথ অবলম্বন করতে হবে।
৫. ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কোনো কিছুই সব সময় ভালো লাগবে না। যতোটুকু অর্জন করতে পেরেছি, তার জন্যই "আলহামদুলিল্লাহ্"।
Comments
Post a Comment