ফিলোসফি কি হারাম?
ফিলোসফি কি হারাম?
ধরুন, বর্তমান সময়ে অনেক বড় সংখ্যক মানুষ ইসলামের বিরুদ্ধে দার্শনিক (ফিলোসফিক্যাল) প্রশ্ন উত্থাপন করা শুরু করলো, তখন আমি মনে করি, আল্লাহ এমন কিছু মেধাবী মানুষ পাঠাবেন যারা সেই দার্শনিক প্রশ্নগুলোর উত্তর দেবেন। আবার ধরুন, বর্তমানে এক বড়ো সংখ্যক মানুষ ইসলামের বিরুদ্ধে বৈজ্ঞানিক প্রশ্ন উত্থাপন করা শুরু করলো, তখন আল্লাহ অনেক মেধাবী মানুষ পাঠাবেন যারা সেই বৈজ্ঞানিক প্রশ্নগুলোর উত্তর দেবেন।
এভাবে ফিলোসফি, বিজ্ঞান, টেকনোলজি—সবকিছুই প্রয়োজন। আজ থেকে প্রায় ২০০ বছর আগে আমাদের উপমহাদেশের অনেক মুসলমান ভাবতেন, ইংরেজি ভাষা শিখলে তারা হয়তো খ্রিস্টান হয়ে যাবেন। তাদের সেই চিন্তাটা সম্পূর্ণ ভুলও বলা যায় না, কারণ সে সময় ইংরেজি ভাষা শিখলে সত্যিই অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো।
একজন ছোট বাচ্চার জন্য ফিলোসফি সমস্যাজনক হতে পারে। সবার জন্য সব কিছু নয়; যেমন সবাই ফিজিক্স পারে না, সবাই কেমিস্ট্রি পারে না, সবাই বায়োলজি পারে না। ফিলোসফি একটি বিষয়, এটা অনেকের জন্য ক্ষতিকর হতেও পারে, আবার অনেকের জন্য উপকারীও হতে পারে।
Comments
Post a Comment