পাপ

 পাপ:

 ১. ইচ্ছাকৃতভাবে পাপ কাজ করার আশা করাও পাপ।

 ২. পাপ কাজ করতে পারছি না বলে আপসোস করাও পাপ।

 ৩. ইচ্ছাকৃতভাবে পাপ কাজের কল্পনা করাও পাপ।

 ৪. আর পাপ করা তো পাপই।


[] "নিশ্চয়ই অন্তরের কথা ও গোপন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে।"

— (সূরা আল-ইসরা: ৩৬)

[] রসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি খুন করার নিয়ত পোষণ করে, কিন্তু সুযোগ না পাওয়ায় তা করতে পারে না, তাও সে খুনীর পর্যায়ে গণ্য হবে।" 

— (সহীহ মুসলিম, হাদিস নম্বর: ৪৪৬৮)

[] রসূলুল্লাহ (সা.) বলেছেন, "দুনিয়াতে চার শ্রেণির মানুষ আছে... একজন ব্যক্তি, আল্লাহ তাকে সম্পদ ও জ্ঞান দিয়েছেন। সে তা আল্লাহর রাস্তায় খরচ করে। আরেক ব্যক্তি, যার জ্ঞান আছে, কিন্তু সম্পদ নেই, আর সে বলে, 'যদি আমারও সম্পদ থাকতো, আমি অমুকের মতো খরচ করতাম।' রসূল (সা.) বলেন, 'এই দুজনের সওয়াব সমান।'" তারপর তিনি বলেন, "এক ব্যক্তি, যার নেই জ্ঞান, আছে সম্পদ, আর সে তা অপচয় ও হারাম কাজে ব্যয় করে। আরেক ব্যক্তি, যার না আছে জ্ঞান, না আছে সম্পদ, আর সে বলে, 'যদি আমার সম্পদ থাকতো, আমি অমুকের মতো করতাম।' রসূল (সা.) বলেন, 'এই দুজনের গুনাহ সমান।'"

— (সাহীহ মুসলিম, হাদীস নম্বর: ২৩৯২)

> ইবনে কাইয়্যিম (রহ.) বলেন, "হারাম কল্পনা এক ধরনের গোপন ব্যভিচার। অন্তরের ব্যভিচার মনে মনে পাপ উপভোগ করার মাধ্যমে হয়।" 

— (মাদারিজুস সালিকীন, খণ্ড ১)

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :