ছবি তোলা কি হারাম?

(এটি কেবল আমার মতামত, আমার ইসলামি জ্ঞান খুব কম, তাই আমার মত ভুল হতে পারে।)


ছবি তোলা কি হারাম? 


 ১. ইসলামে পুতুল দিয়ে খেলা হারাম নয়, অপরদিকে মূর্তি পূজা করা হারাম। 


আয়েশা (رَضِيَ اللَّهُ عَنْهَا) বলেন, "আমি পুতুল নিয়ে খেলতাম, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেননি।”

— (সহীহ মুসলিম, হাদিস নম্বর: ২৪৪০)


তাহলে পুতুল দিয়ে খেলা বিনোদন হিসেবে হারাম নয় তাহলে ছবি তোলা বিনোদন হিসেবে হারাম না হওয়ার সম্ভাবনা রাখে যদি না তাতে অশ্লীল কিছু থাকে।


 ২. রাসুলুল্লাহ (সা.) আয়নায় মুখ দেখতেন :


রাসুলুল্লাহ (ﷺ) যখন আয়নায় নিজের চেহারা দেখতেন, তখন বলতেন "হে আল্লাহ! আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রকেও সুন্দর করুন।"

— (তিরমিজি, হাদিস নম্বর: ৩৪৩৩)


ছবি তোলা আয়নায় মুখ দেখার ন্যায়। তাই ছবি তোলা হারাম না হওয়ার সম্ভাবনা রাখে।


 ৩. ইসলামে কোনো কিছু হারাম হওয়ার পেছনে কোনো ক্ষতিকর কারণ থাকে। যেমন: ইসলামে মদ পান করা হারাম কারণ মদ পান করলে দেহের ক্ষতি হয়।


মদ কিন্তু হারাম নয়, মদ পান করা হারাম। কেউ আবার বলতে পারে, "মদ পান করাও হারাম নয়, যদি তা পান করার ফলে নেশা হয় তাহলে হারাম"— যেটাই হোক।


যদি কেউ সাধারণ কোনো ছবি তোলে তাহলে তাতে ক্ষতির কী আছে?


 ৪. ইসলামে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা হারাম কিন্তু ছবি অঙ্কন করা আর ছবি তোলা দুটা ভিন্ন।


"যারা ছবি আঁকে, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে এবং বলা হবে — তোমরা যা সৃষ্টি করেছো, তাতে প্রাণ দাও।"

— (সহীহ বুখারী, হাদিস নম্বর: ৫৯৫১)


মদ ও পানির ভেতর অনেক মিল আছে, কিন্তু দুটা এক জিনিস নয়। তাই ছবি তোলা বা ধারণ করা হালাল হওয়ার সম্ভাবনা রাখে যদি না তাতে অশ্লীল কিছু থাকে।

আবার, পুতুল ও অঙ্কন করা এক নয়, আয়না ও অঙ্কন করা এক নয়, কিন্তু ছবি তোলার সাথে ছবি অঙ্কন করার বেশ মিল আছে, তাই ছবি তোলা বা ধারণ করা হারাম হওয়ারও সম্ভাবনা রাখে।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :