হারাম ও হালাল আনন্দ : ১. নোংরা অথবা শয়তানি অথবা পচা অথবা বিকৃত কাজ, কথা, ভঙ্গিমা, শব্দ, জিনিস নিয়ে মজা করা ❌ উদাহরণ: মদ, সিগারেট, নোংরা শব্দ... ২. হারাম কাজ নিয়ে মজা করা ❌ উদাহরণ: নাচ, বাদ্য, প্রেম... (ছোটো মেয়ে গোল হয়ে ঘুরা, ছোটো মেয়ে এ দিক সেদিক হয়ে নড়াচড়া করা এমন নাচ ইসলামে হারাম নয়।) ৩. অন্যায় কাজ নিয়ে মজা করা ❌ উদাহরণ: খুন, চুরি, ডাকাতি... ৪. অনুচিত কাজ নিয়ে মজা করা ❌ উদাহরণ: দেখে লেখা, নকল করা, অপচয়... ৫. কষ্ট, কষ্টের বিষয়, কারো দুর্বলতা, ব্যর্থতা নিয়ে মজা করা,, অত্যাচার বা জ্বালাতন করে মজা করা ❌ উদাহরণ: কেউ মারা গেছে, কারো ক্ষতি হয়েছে, কেউ ব্যথা পেয়েছে... ৬. Cool, yo yo, damn, spiderman, batman, হেয়ালি-হেয়ালি ভাব... এগুলো করা ❌ (মজা করে টুক টাক করা যেতে পারে।) ৭. কালো শক্তি, জাদু ভঙ্গিমার কাজ করা। উদাহরণ: অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে তার ভেতর শুয়ে থাকা এমন ভঙ্গিমাতে যেনো সে কোনো কালো শক্তির অধিকারী, vampire সাজা... ❌ বিঃদ্রঃ ৭-এ "কাজ" লেখা হয়েছে, "দুষ্টুমি" নয়। কেউ "দুষ্টুমি" করে ভূত-পেত্নী সাজতে পারে। ৮. স্বেচ্ছায় অসংলগ্ন উদ্ভট ও আজব কাজ করা বা পাগলাম...