আমি যে সকল মূল কারণে ইসলামে বিশ্বাস করি :

আমি যে সকল মূল কারণে ইসলামে বিশ্বাস করি :

◼️ আমি মনে করি আল্লাহ তার নানা কাজ এমনভাবে করেন যাতে করে অনেকে বিশ্বাসও করে আবার অনেকে সন্দেহও করে। যেমন: 

[] অনেকে কষ্টের জন্য আল্লাহ তায়ালায় বিশ্বাস করে নাহ। 
আবার, অনেকে সুখের জন্য আল্লাহ তায়ালায় বিশ্বাস করে।

[] অনেকে বিশৃঙ্খলার জন্য আল্লাহ তায়ালায় বিশ্বাস করে না।
অনেকে সৌন্দর্যের জন্য আল্লাহ তায়ালায় বিশ্বাস করে।

[] অনেকে নানা মিলগুলোর জন্য যেমন, আমাদের দু হাতে পাচটি করে আঙুল, আমাদের দুটি চোখ, গাছপালা নদি নালা...এমন নানা মিলগুলোর জন্য আল্লাহ তায়ালায় বিশ্বাস করে। 
আবার, অনেক অমিলগুলোর জন্য আল্লাহ তায়ালায় বিশ্বাস করে না, যেমন: বিকৃত নানা জিনিস, দুর্ঘটনা, নোংরা নানা জিনিস...

> এভাবে সব সময় দুটি দিক থেকেই যায়। 

>> হয় আল্লাহকে কেউ বানায়নি অথবা প্রকৃতিকে কেউ বানায়নি।
আর আমি মনে করি আল্লাহকে কেউ বানায়নি এমনটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি।

◼️ Space বা স্থান কীভাবে সৃষ্টি হলো তা আমরা ব্যাখ্যা করতে পারি না। ফলে বোঝা যায় আমাদের বোঝার সীমাবদ্ধতা রয়েছে। আর আমরা আল্লাহ তায়ালার ন্যায়নিষ্ঠতা বুঝতে সক্ষম নই, কারণ আমাদের বোঝার সীমাবদ্ধতা রয়েছে।

◼️আমি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন সকালে আমার মা স্বপ্নে দেখেছিলেন কয়েকজন পাঞ্জাবি টুপি পরা ছেলে। আর সে দিন ছিলো শুক্রবার। আমার নাম "আহসানুল ইরফান" যার অর্থ হলো জ্ঞানের সাহায্যকারী। আমার নামের অর্থের সাথে আমার বৈশিষ্টের ভালোই মিল পাওয়া যায়।

> আমার সাথে এমন অনেক বার হয়েছে, আমি নামাজ পড়ে বের হলাম সে দিন আমি খুব সহজেই বাস পেয়ে গেলাম। এমনিতে ঐ জায়গায় বাস পাওয়াই যায় না, কিন্তু যেদিনই আমি নামাজ পড়ে বের হতাম আমি দেখতাম সে দিন আমি সহজেই বাস পেয়ে যাই।

> আমার সাথে এমনও হয়েছে যে আমি কোনো বিপদে পড়লাম আর যখন সে বিপদ থেকে রক্ষা পেলাম ঠিক ঐ সময় দেখি আজান হচ্ছে। এমন আরও নানা কিছু আমার সাথে সত্যিই হয়েছে; আমি মিথ্যা বলছি না, আর এগুলো অহংকার করেও বলছি না। 

◼️আমি মনে করি নবি রসূলদের যে অসাধারণ নানা কথা ও কাজ সেগুলো মিথ্যা হতে পারে না। আমি বিশ্বাস করি মুহাম্মদ (আ.), নবি ঈসা (আ.), নবি মূসা (আ.)... ইনারা সত্যিই নবি ছিলেন।
.
.
.
এমন আরও নানা কারণে আমি ইসলামে বিশ্বাস করি।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :