খ্রিস্টান, ইহুদি অনেক বিজ্ঞানীরা নানা অসাধারণ জিনিস আবিস্কার করেছে। তারা জান্নাতে না যেয়ে কেন মুসলিমরা জান্নাতে যাবে..

<?> অনেক খ্রিস্টান, ইহুদি বা অন্যান্য অমুসলিম বিজ্ঞানীরা দুনিয়ায় অসংখ্য অসাধারণ জিনিস আবিষ্কার করেছে, যা মানবজাতির কল্যাণে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন উঠতে পারে—যারা এমন মহৎ কাজ করেছে, তারা যদি জান্নাতে না যায়, তাহলে মুসলমানরাই কেন জান্নাতে যাবে?

= ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী, আল্লাহ তা'আলা অমুসলিমদের দুনিয়াবি ভালো কাজের প্রতিদান তাদের দুনিয়াতেই দিয়ে থাকেন। তাদের আবিষ্কার ও অবদান বিশ্ববাসী উপভোগ করে, এবং তার বিনিময়ে তারা দুনিয়ায় সম্মান, সম্পদ বা সাফল্য লাভ করে। কিন্তু আখিরাতে মুক্তি লাভের মূল শর্ত হলো ঈমান ও আল্লাহর প্রতি আনুগত্য।

এ প্রসঙ্গে আমরা মুসা (আ.) ও ফেরাউনের ঘটনা স্মরণ করতে পারি। মুসা (আ.) যখন আল্লাহর নির্দেশে ফেরাউনের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত দেন, তখন ফেরাউন বলেছিলো, 

"তুমি ছোটো থাকতে আমিই তোমাকে রক্ষা করেছিলাম, তুমি আমার প্রাসাদেই বড়ো হয়েছো, আর পরে একজনকে হত্যা পরে পালিয়ে চলে গেছো"। তখন মূসা (আ.) বলেছিলেন "এ সব কিছু আল্লাহর ইচ্ছে।" 

এখান থেকে বোঝা যায়, ফেরাউন আল্লাহর পরিকল্পনায় ব্যবহৃত হয়েছে, কিন্তু ঈমান না আনার কারণে সে ধ্বংস হয়েছে। অনুরূপভাবে, অমুসলিম বিজ্ঞানীরা হয়তো অনেক উপকারী জিনিস আবিষ্কার করেছে, কিন্তু তারা যদি আল্লাহকে রব হিসেবে স্বীকার না করে, ঈমান না আনে, তাহলে আখিরাতে তাদের জন্য মুক্তি নেই। তারা তাদের কর্মের দ্বারা দুনিয়ায় উপকারি হয়েছে ঠিকই, কিন্তু তারা আল্লাহর ইচ্ছায় ব্যবহৃত হয়েছে মাত্র। জান্নাত শুধুমাত্র তাদেরই জন্য, যারা ঈমান এনেছে এবং আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়েছে।

Comments

Popular posts from this blog

অলৌকিক ঘটনা কি কেবল নবি রসূলদের সাথেই ঘটে?

ইসলামে চুরির শাস্তি

দার্শনিক নানা বিষয় একত্রে :