লড়াই— স্বাভাবিকতা, প্রসঙ্গিকতা, আপেক্ষিকতা, পরিমাণ, তুলনা...: — আহসানুল ইরফান
লড়াই— স্বাভাবিকতা, প্রসঙ্গিকতা, আপেক্ষিকতা, পরিমাণ, তুলনা... : — আহসানুল ইরফান
যখন বলা হয় ছোটো–বড়ো, ভালো–মন্দ, তখন প্রশ্ন ওঠে— কার চেয়ে ছোটো? কার চেয়ে বড়ো? কারো চেয়ে ভালো? কার চেয়ে খারাপ?
যদি কোনো নতুন, অসাধারণ জিনিস আবিষ্কার হয়, তখন মানুষ মনে করে— সমাজে হয়তো আবিষ্কারকদের অবদান সবচেয়ে বেশি। কিন্তু একটি সমাজে যেমন একজন আবিষ্কারকের প্রয়োজন আছে, ঠিক তেমনি একজন নবিও প্রয়োজন আছে, একজন ডাক্তারও প্রয়োজন আছে। তাহলে প্রশ্ন ওঠে— সমাজে কি চোর–ডাকাতেরও প্রয়োজন আছে? থাকলে তারা জাহান্নামে কেন যাবে? তখন বলতে হয়— চোর, ডাকাতদের জন্য জাহান্নামেরও প্রয়োজন আছে।
যখন বলা হয়, "অতীতে বিজ্ঞানীরা কম জানতো", তখন প্রশ্ন ওঠে— কোন সময়ের তুলনায় কম জানতো? তারা তাদের যুগে, ধরুন, ১৪ ঘণ্টা খেটেছে। আমরা আমাদের যুগে, ধরুন, ১৪ ঘণ্টা খাটছি।
যখন বলা হয়, "আমরা সবাই চোর, কেউ বড়ো অথবা কেউ ছোটো। কিন্তু ছোটো চোরকে কেউ চোর বলে না।" তখন প্রশ্ন ওঠে— এখানে চুরি করাকে কি উৎসাহিত করা হচ্ছে? যখন নিজের প্রশংসা করা হয়, তখন প্রশ্ন ওঠে— এখানে অহংকার করে বলা হচ্ছে কি? নাকি প্রয়োজনে বলা হচ্ছে? অনেক সময় এগুলো উল্লেখ করে কথা বলতে হয়।
যখন বলা হয়, "আকিদা শুদ্ধ হতে হবে", তখন প্রশ্ন ওঠে— কতোটুকু শুদ্ধ হতে হবে? আমাদের কি মেপে দেখতে হবে? একটু এদিক–সেদিক তো হয়ই। বাক স্বাধীনতা থাকতে হবে— কতোটা স্বাধীনতা, সীমা কতো? মুক্ত চিন্তা করতে হবে— কতোটা মুক্ত? সীমা কতো?
যখন বলা হয়, "মুহাম্মদ (সা.) নাম বেদ, বাইবেল, গীতাতেও আছে", তখন প্রশ্ন ওঠে— তা কি কাকতালীয়, নাকি বাস্তব?
> যখন বলা হয়, "এ বিষয়গুলো তো স্বাভাবিক", তখন প্রশ্ন ওঠে— কার কাছে স্বাভাবিক? কাকে উদ্দেশ্য করে বা কার জন্য বলা হচ্ছে?
[] লড়াই: যখন কেউ ১০টি যুক্তি তার পক্ষে দেয়, তখন তার বিরুদ্ধে জিততে হলে ১২টি যুক্তি বিপক্ষে দিতে হবে। কেউ ১০ জন মুসলিমকে যুদ্ধে হত্যা করলে, আমাদের ২০ জন কাফেরকে যুদ্ধে হত্যা করতে হবে। কেউ যদি প্রমাণ করে, "মুহাম্মদ (সা.) নাম বাইবেল, বেদ, গীতায় থাকা কাকতালীয়" তাহলে আমাদের গবেষণা করে প্রমাণিত করতে হবে— না, তা সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি নোংরামি বেড়ে যায়, তাহলে আলেম–ওলামাদের ভালো বিষয় নিয়ে লেখা বাড়াতে হবে। কেউ যদি ভুলে মনে করে, "নিন্দা করা হচ্ছে", তাহলে তাকে বোঝাতে হবে— না, প্রয়োজনে বলা হচ্ছে। কেউ যদি বলে, "কার চেয়ে খারাপ?" তখন বলতে হবে— "এর চেয়ে খারাপ।"
Comments
Post a Comment